সহজ চীনা ভাষা: ছুয়েই ছিয়াও সিয়ান
2022-08-01 10:00:35

বন্ধুরা, আজকের পাঠ হল চীনের ঐতিহ্যবাহী উত্সব ‘ছি শি’ সম্পর্কিত একটি কবিতা, প্রথমে ‘ছি শি’ দিবস সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। চীনা চান্দ্রপঞ্জিকার সপ্তম মাসের সপ্তম দিন 'ছি শি' দিবস। চীনে প্রায় দুই হাজার বছর ধরে এ উত্সব উদযাপিত হয়ে আসছে। দিবসটি সম্পর্কে খুবই রোমান্টিক ভালোবাসার কাহিনী প্রচলিত রয়েছে, তাই দিবসটি চীনের ভালোবাসা দিবস হিসেবেও পরিচিত। প্রাচীনকালে মেয়েরা এই দিনে দেবতার প্রতি কাপড় বুনন করতো এবং নিজের সৌন্দর্য, বুদ্ধি ও প্রেমের জন্য প্রার্থনা করতো।  ২০০৬ সালে ছি শি দিবস চীনের জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের মর্যাদা পায়। এখন ছি শি চীনাদের ভালোবাসা প্রকাশ করা ও ঐতিহ্যিক সংস্কৃতি প্রচার করার দিবসে পরিণত হয়।

 

আজকের পাঠ হলো চীনের সোং রাজবংশের বিখ্যাত কবি ছিন কুয়ানের লেখা ছি শি দিবসের কবিতা। তিনি তার প্রিয় মেয়ের জন্য কবিতাটি লিখেছিলেন।  তাকে বেশ ভালোবাসলেও তিনি কাজের জন্য তার সঙ্গে থাকতে পারতেন না। ছি শি’র দিনে তিনি আকাশের তারা দেখে এই কবিতাটি লিখেছেন। কবিতার ভাবানুভাবদ প্রায় এমন: আকাশের হালকা মেঘ পরিবর্তন হচ্ছে, উড়ন্ত উল্কা আমার অনুভূতি তোমার কাছে পাঠায়। আজ রাতে আমি শুধু একা থাকি। গতবার আমাদের পুনর্মিলন যেন একটি সুন্দর স্বপ্নের মতো। তোমার প্রতি আমার ভালোবাসা প্রবাহিত নদীর মত অবিরাম। যদি দুটি মানুষ পরস্পরকে গভীর ভালোবাসে তাহলে সবসময় একসঙ্গে থাকতে না-পারলেও তাদের ভালোবাসা পরিবর্তন হয় না।

 

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

爱情 ài qíng ভালোবাসা/প্রেম  情诗 qíng shī প্রেমের কবিতা  情歌qíng gē প্রেমের গান 情人qíng   rén প্রেমিক/প্রেমিকা 情人节qíng rén jié  ভালোবাসা দিবস

浪漫 làng màn  রোমান্টিক  浪漫的故事 làng màn de gù shì রোমান্টিক গল্প浪漫的爱情 làng màn de ài qíng  রোমান্টিক প্রেম 浪漫的传说làng màn   chuán shuō রোমান্টিক কিংবদন্তি

象征 xiàng zhēng প্রতীক 玫瑰花象征着爱情    méi guī huā xiàng zhēng zhe ài qíng গোলাপ ফুল ভালোবাসার প্রতীক 满月象征着团圆 mǎn yuè xiàng zhēng zhe  tuán yuán পূর্ণিমা পুনর্মিলনের প্রতীক  太阳象征着希望 tài yáng xiàng zhēng zhe xī wàng সূর্য আশার প্রতীক

改变 gǎi biàn পরিবর্তন  我对你的爱不会改变 wǒ duì nǐ de ài bú huì gǎi biàn তোমার প্রতি আমার ভালোবাসা পরিবর্তন হবে না 他的生活发生了很大的改变tā de shēng huó fā shēng le hěn dà gǎi biàn তার জীবনে বড় পরিবর্তন ঘটেছে।