বস্তুনিষ্ঠ ও যৌক্তিকভাবে চীনের উন্নয়ন মূল্যায়নে জাপানের প্রতি চীনের তাগিদ
2022-08-01 19:18:54

অগাস্ট ১: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বলেছেন, জাপানের প্রকাশিত একাধিক মন্তব্যে চীনের স্বাভাবিক সামরিক কাজ ও সামুদ্রিক তত্পরতার মুখে কালি লেপন করা হচ্ছে, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে এবং আঞ্চলিক বিভাজন ও বৈরিতায় উস্কানি দেওয়া হচ্ছে। জাপানের এই আচরণ কোনোভাবেই গঠনমূলক নয় বলে উল্লেখ করেন চীনা মুখপাত্র। জাপানের প্রতি চীনের উন্নয়নকে বস্তুনিষ্ঠ ও যৌক্তিকভাবে দেখা এবং চীন ও জাপানের মধ্যে চারটি রাজনৈতিক দলিলের নির্ধারিত নীতি মেনে চলার আহ্বান জানায় চীন।

 

মুখপাত্র বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে এবং আত্মরক্ষার কৌশল অবলম্বন করে। চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা আন্তর্জাতিক আইন ও অনুশীলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। তাইওয়ান চীনা ভূখণ্ডের অবিচ্ছেদ্য একটি অংশ। তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং বহির্বিশ্বের কোনো শক্তিকে এতে হস্তক্ষেপ করার অনুমোদন দেবে না। জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ চীন সাগরে যে শক্তি প্রদর্শন করে- তা হলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রকৃত হুমকি।

মুখপাত্র বলেন, চীন ও জাপান একে অপরের প্রতিবেশী দেশ এবং এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ। চীন ও জাপানের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা করা ও উন্নত করা দু’দেশ ও দু’দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

লিলি/তৌহিদ/শুয়ে