চীনা গণ-মুক্তিফৌজের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহা-অভ্যর্থনা অনুষ্ঠান
2022-08-01 16:37:12

অগাস্ট ১: চীনের গণ-মুক্তিফৌজের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) গণ-মহাভবনে মহা-অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করেছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংসহ পার্টি ও দেশের নেতৃবৃন্দ এতে অংশ নিয়েছেন।

সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী উই ফোং হ্য অভ্যর্থনা অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি প্রথমে চীনা গণ-মুক্তিফৌজের কমান্ডার, সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মকর্তা ও সৈনিক, সেনাবাহিনীর বেসামরিক কর্মী এবং মিলিশিয়ার সদস্যদের এ দিবসের শুভেচ্ছা জানান।

ভাষণে উই ফোং হ্য বলেন, চীনা গণ-মুক্তিফৌজ হলো চীনের কমিউনিস্ট পার্টির সৃষ্ট গণ-বাহিনী। ৯৫ বছরে সিপিসি’র শক্তিশালী নেতৃত্বে বীরত্বপূর্ণ গণ-বাহিনী জাতির স্বাধীনতা, জনগণের মুক্তি, শক্তিশালী ও ধনী দেশ গঠনে অসামান্য অবদান রেখেছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করায় শক্তি যুগিয়েছে এবং বিশ্বের শান্তি ও প্রশান্তি রক্ষার কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি আরও বলেন, নতুন যুগে এবং নতুন অগ্রযাত্রায় গোটা সেনাবাহিনী চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার নির্দেশনায় প্রেসিডেন্ট সি'র সেনাবাহিনী শক্তিশালী করে গড়ে তোলার চিন্তাধারা অনুসরণ করে, চীনা বৈশিষ্ট্যময় পথে সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে এবং প্রতিরক্ষা খাত ও সেনাবাহিনীর আধুনিকায়ন দ্রুততর করতে হবে। তা ছাড়া, চীনের আন্তর্জাতিক মর্যাদা, দেশের নিরাপত্তা ও স্বার্থের সঙ্গে জড়িত গণ-বাহিনী প্রতিষ্ঠা করা এবং চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের জন্য কৌশলগত বিষয়ে আস্থা যোগানোর চেষ্টা করা উচিত্।

লিলি/তৌহিদ/আনন্দী