‘ছিউ শি’ পত্রিকায় সিপিসি’র সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট সি’র প্রবন্ধ প্রকাশিত
2022-08-01 18:48:21

অগাস্ট ১: আজ (সোমবার) চীনের ‘ছিউ শি’ পত্রিকায় চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

‘চীনা গণ-মুক্তিফৌজ প্রতিষ্ঠার ৯৫তম বার্ষিকী উদযাপানের সম্মেলনের ভাষণ’ শিরোনামে সি’র প্রবন্ধে বলা হয়, গণ-মুক্তিফৌজের ইতিহাস উজ্জ্বল এবং তা রক্ত ও জীবন দিয়ে সৃষ্টি হয়েছে, যা আমাদের সর্বদা মনে রাখার বিষয়। গণ-মুক্তিফৌজের ঐতিহাসিক অভিজ্ঞতা পরিশ্রমের মাধ্যমে অর্জন হয়েছে এবং আমাদের তা চিরদিন লালন করা উচিত্। গণ-মুক্তিফৌজের ঐতিহাসিক উন্নয়ন আনুগত্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়; যা চিরদিন আমাদের উত্সাহ দেবে। কষ্ট থেকে চীনা জাতির বের হওয়া এবং চীনা জনগণের মুক্তি অর্জনে এই গণ-বাহিনীর ওপর নির্ভর করা যায়। চীনা জাতির মহান পুনরুত্থান এবং চীনা জনগণের আরো সুন্দর জীবন বাস্তবায়ন করতে চাইলে বিশ্বের প্রথম শ্রেণীর বাহিনী হিসেবে গণ-মুক্তিফৌজ প্রতিষ্ঠার কাজ দ্রুততর করা উচিত্।

 

প্রবন্ধে বলা হয়, ১৯২৭ সালের পহেলা অগাস্ট নানছাং শহরে ‘কুওমিনতাং বিপ্লবীদের’ বিরুদ্ধে সিপিসি’র প্রতিবাদের সূচনা হয়। তখন থেকে সিপিসি’র নেতৃত্বে পিপলস আর্মি চীনা জনগণের মুক্তি ও সুখ অনুসন্ধান করেছে এবং চীনা জাতির স্বাধীনতা ও পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে। ৯০ বছরে পিপলস আর্মি যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেছে, বাধা-বিপত্তি অতিক্রম করে বিপুল ত্যাগ স্বীকার করে একের পর এক গৌরবময় বিজয় অর্জন করেছে এবং পার্টি ও জনগণের জন্য মহান ঐতিহাসিক গুণাবলী প্রতিষ্ঠা করেছে।

প্রবন্ধে আরো বলা হয়, চীন বরাবরই বিশ্ব শান্তি নির্মাণকারী, বৈশ্বিক উন্নয়নের অবদানকারী এবং আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষাকারী। চীনা বাহিনী বরাবরই বিশ্ব শান্তি রক্ষার দৃঢ় শক্তি। চীনা বাহিনী আগের মতো ভবিষ্যতেও আন্তর্জাতিক সামরিক বিনিময় ও সহযোগিতা চালিয়ে যাবে, সম্মিলিতভাবে বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করবে, চীনের আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ দায়িত্ব ও কর্তব্য পালন করবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে অবদান রাখবে।

লিলি/তৌহিদ/আনন্দী