চীনের তৈরি সি-৯১৯ বৃহদাকার বিমানের চূড়ান্ত সনদ অর্জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে
2022-08-01 15:37:27

অগাস্ট ১: চীনের বাণিজ্যিক বিমান কর্পোরেশন আজ (সোমবার) ঘোষণা করেছে যে, চীনের তৈরি সি-৯১৯ বৃহদাকার বিমানের চূড়ান্ত সনদ অর্জনের পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন হয়েছে।

সি-৯১৯ বৃহদাকার যাত্রীবাহী বিমান হল আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের বিধিবিধান অনুযায়ী নিজস্ব মেধাস্বত্ব এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বড় আকারের বিমান। এতে ১৫৮ থেকে ১৬৮টি আসন রয়েছে এবং এটি ৪০৭৫ থেকে ৫৫৫৫ কিলোমিটার যাত্রা করতে পারবে।

সি-৯১৯ বড় বিমানটি আরো উন্নত প্রযুক্তিগত মানদণ্ডে নকশা করা হয়েছে। এতে বিশ্বের প্রায় সব পর্যায়ের ব্যবসায়ীক মান, এভিওনিক্স ও ফ্লাইট কন্ট্রোলসহ নানা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এটি আন্তর্জাতিক বিমানচালনার মানদণ্ড অনুযায়ী পূর্ণ নকশা ও তৈরি করা হয়েছে। বিমানের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়।

এর আগে, ২০০৮ সালে সি-৯১৯ যাত্রিবাহী বড় বিমানের গবেষণা শুরু হয়, ২০১৭ সালে প্রথম উড্ডয়ন সম্পন্ন হয় এবং সোমবার চূড়ান্ত সনদ অর্জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

লিলি/তৌহিদ/আনন্দি