সেন্ট্রাল ঐক্যফ্রন্ট ওয়ার্ক কনফারেন্সে প্রেসিডেন্ট সি’র ভাষণ
2022-07-31 16:54:51

জুলাই ৩১: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ঐক্যফ্রন্ট কর্মসম্মেলন ২৯ ও ৩০ জুলাই বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং; তিনি গুরুত্বপূর্ণ ভাষণও দিয়েছেন।

ভাষণে তিনি বলেন, চলিত বছর গলো সিপিসি’র ঐক্যফ্রন্ট নীতি উত্থাপনের শততম বার্ষিকী। দেশপ্রেমিক ঐক্যফ্রন্ট বিকাশের সঠিক দিক মেনে চলা এবং নতুন যুগে দেশপ্রেমিক ঐক্যফ্রন্টের ঐতিহাসিক দিকনির্দেশনা সঠিকভাবে উপলব্ধি করা প্রয়োজন। নতুন যুগে দেশপ্রেমিক ঐক্যফ্রন্টের মৌলিক কর্তব্য হলো নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার নির্দেশনায় চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব মেনে চলা, চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা, দেশপ্রেম ও সমাজতন্ত্রের মহান পতাকা উঁচু করে ধরা এবং মানুষের মন ও শক্তি সংযুক্ত করা।

তিনি বলেন, পার্টির সঙ্গে পার্টির সম্পর্ক, জাতির সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক এবং বিভিন্ন মহলের সম্পর্ক বেগবান করা উচিত্। সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী দেশ গঠন করতে এবং চীনা জাতির মহান পুনরুদ্ধার বাস্তবায়ন করতে দেশি-বিদেশি চীনা ঐক্য ও পরিশ্রম বাড়ানো উচিত্।

লিলি/তৌহিদ/জিনিয়া