পশ্চিম আফ্রিকার ৩টি দেশের খাদ্য সংকট মোকাবিলায় বিশ্ব ব্যাংক অর্থ অনুমোদন করেছে
2022-07-31 17:59:42

জুলাই ৩১: গত শুক্রবার বিশ্ব ব্যাংক পশ্চিম আফ্রিকার আঞ্চলিক খাদ্য ব্যবস্থায় দ্বিতীয় দফায় অর্থ সহায়তা অনুমোদন করেছে।

 

বিশ্ব ব্যাংকের অধীনস্থ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এবারের অর্থায়নের মোট পরিমাণ ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার; যা ২০ লাখ মানুষের জন্য ব্যয় করা হবে। এই অর্থ চাদ, ঘানা ও সিয়েরা লিওনে খাদ্য সংকট দূর করা এবং তাদের খাদ্য উত্পাদন প্রকল্পের স্থিতিস্থাপকতা বাড়াতে সহায়তা করবে। এ ব্যবস্থার লক্ষ্য হলো এই ৩টি দেশে ২৫ শতাংশ খাদ্য সংকট হ্রাস করা।

(জিনিয়া/তৌহিদ/লিলি)