আফগান অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রকে কাবুলের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ছাড়ের তাগিদ দিয়েছে
2022-07-30 17:41:03

জুলাই ৩১: যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের আটকে দেওয়া সম্পদ ছাড়ের বিষয়ে দু’দেশের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা নিয়োগসহ বিভিন্ন ইস্যুতে এখনও বড় মতভেদ রয়েছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সম্পদ ব্লক করার পর, আফগানিস্তানের আর্থিক ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র মুজাহিদসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অনেকবার যুক্তরাষ্ট্রকে দ্রুত আটকে রাখা সম্পদ ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

 

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের উপ-মুখপাত্র কারিমি বলেন, একটি দেশের সম্পদ সে দেশের অর্থনীতির মেরুদণ্ড। আমরা আশা করি অন্য দেশ আমাদের দেশে হস্তক্ষেপ করবে না।

এ বছর আফগানিস্তানে ভূমিকম্প, বন্যা ও অন্যান্য দুর্যোগ ঘটেছে। তা ছাড়া, রুশ-ইউক্রেন সংঘর্ষসহ বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার প্রভাবে, আফগানিস্তানে খাদ্য ও পেট্রোলের দাম অনেক বেড়েছে এবং জনগণের জীবন বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। মার্কিন আচরণ আফগান জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে এবং এতে দেখা যায় যে- মানবাধিকার ও আন্তর্জাতিক শৃঙ্খলার প্রতি যুক্তরাষ্ট্র মোটেও গুরুত্ব দেয় না।

 

জিনিয়া/তৌহিদ/লিলি