নতুন যুগে প্রতিভার মাধ্যমে সেনাবাহিনী শক্তিশালী করে তোলার লক্ষ্য বাস্তবায়ন করতে হবে: সি চিন পিং
2022-07-30 23:01:48

জুলাই ৩০: চীনা পিপলস লিবারেশন আর্মি প্রতিষ্ঠার ৯৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরো নতুন যুগে প্রতিভার মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী করার কৌশল গভীরভাবে বাস্তবায়ন করা নিয়ে ২৮ জুলাই বিকেলে ৪১তম যৌথ অধ্যয়ন হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং অধ্যয়নের সভাপতিত্ব করার সময় একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। তিনি পার্টির কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের পক্ষ থেকে পিপলস লিবারেশন বাহিনীর সব সেনাদের, সশস্ত্র পুলিশ বাহিনীর অফিসার ও সেনাসহ জনগণকে উৎসবের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, নতুন যুগে প্রতিভার মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী করার কৌশল বাস্তবায়ন, সামরিক কর্মীদের দক্ষতা, গুণমান, কাঠামোগত বিন্যাস, উন্নয়ন ও ব্যবস্থাপনার ব্যাপক রূপান্তর ও আপগ্রেডিং প্রচার, রাজনৈতিক সততা এবং দক্ষতা উভয়ের সাথে উচ্চমানের এবং পেশাদার নতুন সামরিক কর্মী তৈরি করা নতুন যুগে সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং আমাদের বাহিনীকে বিশ্বমানের সেনাবাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনেক তাৎপর্যপূর্ণ।

জনাব সি বলেন, বিশ্ব নতুন দাঙ্গাহাঙ্গামার মধ্যে প্রবেশ করেছে। চীনের জাতীয় নিরাপত্তা পরিস্থিতির অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা বাড়ছে। আগামী ৫ বছরে চীনের সেনাবাহিনীর কেন্দ্রীয় কর্তব্য হলো সেনাবাহিনীর শততম প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়ন করা। সতর্কতার চেতনা, দায়িত্বশীল বোধ এবং পরিশ্রমের চেতনা বাড়ানো উচিত্ বলে জোর দিয়ে বলেছেন প্রেসিডেন্ট সি।

 

লিলি/তৌহিদ