চীন রিমোট সেন্সিং ৩৫-এর ০৩-গ্রুপ উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে
2022-07-30 17:38:39


জুলাই ৩০: গতকাল (শুক্রবার) রাত ৯টা ২৮ মিনিটে চীনের সিছাং উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে রিমোট সেন্সিং ৩৫-এর ০৩-গ্রুপ উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। উপগ্রহটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছে গেছে এবং মিশন সফল হয়েছে।

 

উল্লেখ্য,  রিমোট সেন্সিং ৩৫-এর ০৩-গ্রুপ উপগ্রহ মূলত বৈজ্ঞানিক পরীক্ষা, ভূমি ও সম্পদ-শুমারি, কৃষি উত্পাদনের পরিমাণ ধারণা, দুর্যোগ প্রতিরোধ এবং অন্যান্য কাজে ব্যবহার করা হয়।

(জিনিয়া/তৌহিদ/লিলি)