দ্বিতীয় চীন আন্তর্জাতিক কনজ্যুমার প্রোডাক্ট এক্সপোতে দর্শকের সংখ্যা ২ লাখ ৮০ হাজার পার্সন টাইমস ছাড়িয়েছে
2022-07-30 17:28:59

জুলাই ৩০: আজ (শনিবার) চীনের হাইকো শহরে ৬ দিনের দ্বিতীয় চীন আন্তর্জাতিক কনজ্যুমার প্রোডাক্ট এক্সপো শেষ হয়েছে। এবারের মেলায় ২৮০০টিরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ড প্রদর্শন করা হয় এবং ২ লাখ ৮০ হাজারের বেশি দর্শক মেলায় এসেছেন। শত শত থিম ফোরাম, প্রকিউরমেন্ট ম্যাচমেকিং মিটিংসহ নানা বৈচিত্র্যময় কার্যক্রমও অনুষ্ঠিত হয়েছে।

পরিসংখ্যান অনুসারে মোট ৬১টি দেশ ও অঞ্চলের ১৯৫৫টি শিল্পপ্রতিষ্ঠান এবং ২৮৪৩টি ব্র্যান্ড এই মেলায় অংশ নিয়েছে। প্রদর্শনী চলাকালীন নতুন পণ্য প্রকাশ এবং প্রদর্শন কার্যক্রমের সংখ্যা ছিল ১৭৭টি, যার মধ্যে ৬২২টি নতুন পণ্য প্রদর্শিত হয়েছে। ফ্যাশন সুগন্ধি, গহনা, বিশ্বখ্যাত ওয়াইন, উচ্চমানের খাবার, ইলেকট্রনিক প্রযুক্তি, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত নতুন পণ্য দেখা গেছে।

 

প্রদর্শনী চলাকালীন থিম ফোরাম, ফ্যাশন সপ্তাহ এবং প্রকিউরমেন্ট ম্যাচমেকিংসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স, সুইজারল্যান্ড, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইতালি, চেক প্রজাতন্ত্র এবং অন্যান্য দেশ সফলভাবে প্রচার কার্যক্রমও সম্পন্ন করেছে। একই সময় একটি ইয়ট প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যেখানে ১২টি দেশ ও অঞ্চলের ৫০টি সুপরিচিত ব্র্যান্ডের ২০০টিরও বেশি পালতোলা ইয়ট চীনাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রদর্শকের সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৮৯ শতাংশ বেড়েছে।

লিলি/তৌহিদ/জিনিয়া