চীনের সামষ্টিক অর্থনৈতিক নীতি নিয়ে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সন্তোষ বাড়ছে
2022-07-30 15:49:21

জুলাই ৩০: চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের মুখপাত্র ফেং ইয়াও সিয়াং গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, চীনের অর্থনীতি স্থিতিশীল করার জন্য ধারাবাহিক নীতি ও পদক্ষেপের ফলে বাজারের আস্থা আরো বেড়েছে এবং ব্যবসার পরিবেশ আরও উন্নত হয়েছে। বিদেশি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো স্পষ্টই তা অনুভব করছে এবং তারা চীনের সামষ্টিক অর্থনৈতিক নীতি নিয়ে বেশ সন্তুষ্ট হয়ে উঠছে।

 

উল্লেখ্য, প্রেস ব্রিফিংয়ে ‘২০২২ সালের দ্বিতীয় কোয়ার্টারে চীনে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসার পরিবেশ নিয়ে  গবেষণামূলক প্রতিবেদন’ প্রকাশিত হয়েছে। এতে বলা যায় যে, বিদেশি অর্থায়নের উদ্যোগগুলো চীনের ভবিষ্যত উন্নয়ন এবং বাজারের জায়গা সম্পর্কে আশাবাদী এবং চীনের ব্যবসায়িক পরিবেশ ও সামষ্টিক অর্থনৈতিক নীতির একটি ভাল মূল্যায়ন হয়েছে।

 

পাঁচ শতাধিক প্রতিনিধিত্বকারী বিদেশি প্রতিষ্ঠানের ওপর জরিপ ও সাক্ষাত্কারের পাশাপাশি কিছু বিশেষজ্ঞের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ব্যবসায়িক পরিবেশের মূল্যায়ন সংক্রান্ত বিশ্ব ব্যাংকের সর্বশেষ মানদণ্ড অনুযায়ী বাজারের প্রবেশসহ ১০টি দিক থেকে চীনে ব্যবসার পরিবেশ ও সংশ্লিষ্ট নীতির মূল্যায়নে বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়।

লিলি/তৌহিদ/জিনিয়া