যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে ব্যর্থ হবে: সিএমজি সম্পাদকীয়
2022-07-29 19:01:34

জুলাই ২৯: গত এক মাসে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে ইচ্ছামতো যাতায়াত করেছে। একদিকে দেশটি চীনের বাড়ীর সামনে এসে উস্কানি দিতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। অন্যদিকে চীনের বৈধ প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে ‘আগ্রাসী’ হিসেবে গণ্য করছে। ‘আগ্রাসী’ শব্দটি ব্যবহার করতে গেলে যুক্তরাষ্ট্রকে বর্ণনা করতে হয়। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের আচরণ দেখলে হলিউডের পরিচালককে স্বীকার করতে হয় যে, যুক্তরাষ্ট্র ভালো নাটক বানায়। দক্ষিণ চীন সাগরের বহির দেশ হিসেবে দেশটি ন্যাভিগেশন স্বাধীনতার অজুহাতে সাগরের সামরিকীকরণ বেগবান করতে চায়। গতকাল (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

 

সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করেছে, যা দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে। দক্ষিণ চীন সাগর বহির দেশগুলোর শিকার  উদ্যান নয় এবং বড় দেশের দ্বন্দ্বের মাঠ নয়। এ অঞ্চলের দেশগুলো স্পষ্টই জানে যে, যুক্তরাষ্ট্র আসলে দক্ষিণ চীন সাগর ও এশিয়া মহাদেশের শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তম হুমকি।

 

চলতি বছর ‘দক্ষিণ চীন সাগরের বিভিন্ন পক্ষগুলির আচরণ ঘোষণা’ স্বাক্ষরের ২০তম বার্ষিকী। গত ২০ বছরে বিভিন্ন পক্ষ ঘোষণা অনুযায়ী, দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে আসছে এবং দক্ষিণ চীন সাগরের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করেছে। যুক্তরাষ্ট্র যাই করুক- তা ব্যর্থ হবে।

(রুবি/এনাম/শিশির)