চীন-ভারত সামরিক কমান্ডার পর্যায়ের ১৬তম আলোচনায় চারটি বিষয়ে ঐকমত্য
2022-07-29 15:05:47

জুলাই ২৯: চীনা ও ভারতীয় সামরিক বাহিনীর মধ্যে সম্প্রতি ১৬তম কমান্ডার-পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দু’পক্ষের মধ্যে বিদ্যমান সীমান্তসমস্যা নিয়ে আলোচনা হয় এবং চারটি ইস্যুতে আলোচকরা মতৈক্যে পৌঁছান। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য ব্যুরোর পরিচালক ও জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান গতকাল (বৃহস্পতিবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উ ছিয়ান বলেন, বর্তমানে চীন-ভারত সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল আছে এবং বিভিন্ন সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দু’পক্ষের মধ্যে যোগাযোগ বজায় আছে। সামরিক কমান্ডার-পর্যায়ের আলোচনা ছিল গঠনমূলক।

তিনি আরও বলেন, আলোচনায় যে চারটি বিষয়ে দু’পক্ষ ঐকমত্যে পৌঁছেছে, সেগুলো হচ্ছে: প্রথমত, রাজনৈতিক নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে দু’দেশের নেতৃবৃন্দের আলোচনায় অর্জিত ঐকমত্য বাস্তবায়ন করতে হবে; দ্বিতীয়ত, সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি করে দু’দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের চলমান প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে; তৃতীয়ত, কার্যকরভাবে মতভেদ নিয়ন্ত্রণ করতে হবে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে; চতুর্থত, যত তাড়াতাড়ি সম্ভব উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানোর জন্য যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখতে হবে। (ইয়াং/আলিম/হাইমান)