‘সিপিসি ও বিশ্ব মার্কসবাদী রাজনৈতিক দল ফোরাম’-কে সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তা
2022-07-29 11:19:08

জুলাই ২৯: গতকাল (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও বিশ্ব মার্কসবাদী রাজনৈতিক দল ফোরাম’-কে শুভেচ্ছাবার্তা পাঠান।

    বার্তায় তিনি বলেন, মার্কসবাদ একটি উন্মুক্ত, উন্নয়নশীল তত্ত্ব। একটি দেশের অবস্থার সাথে খাপ খাইয়ে নিলেই এটি সেদেশে শিকড় গাড়তে পারে; যখন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তখনই এটি প্রাণশক্তিতে পূর্ণ হতে পারে।

সি চিন পিং বলেন, একবিংশ শতাব্দীতে মার্কসবাদ নতুন দিগন্ত উন্মোচন করছে এবং ক্রমবর্ধমান হারে নতুন প্রাণশক্তি প্রদর্শন করছে। এটা বিশ্বের বিভিন্ন মার্কসবাদী রাজনৈতিক দলগুলোর কঠোর অন্বেষণ ও সমন্বিত প্রচেষ্টার ফল। এর জন্য দলগুলো ধন্যবাদ পাওয়ার যোগ্য।

তিনি বলেন, সিপিসি মার্কসবাদের মৌলিক নীতিমালাকে চীনের অবস্থা ও ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সাথে সমন্বিত করেছে; মার্কসবাদকে চীনা প্রেক্ষাপট ও সময়ের সাথে খাপ খাইয়ে নিয়েছে। আর এর ফলেই চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

সি চিন পিং আরও বলেন, মার্কসবাদকে জাতীয় অবস্থার সাথে আরও প্রাসঙ্গিক করে তোলা এবং মানবতার সামনের পথকে সত্যের আলোয় আলোকিত করা মার্কসবাদী রাজনৈতিক দলগুলোর সাধারণ দায়িত্ব।(প্রেমা/আলিম)