চীনের আমদানি-রপ্তানির মান বেড়েছে: বাণিজ্য মন্ত্রণালয়
2022-07-29 16:24:21

জুলাই ২৯: আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায়িক পরিস্থিতি-বিষয়ক এক সংবাদ সম্মেলন।

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক দায়িত্বশীল ব্যক্তি তাতে বলেছেন, চলতি বছরের প্রথমার্ধে আন্তর্জাতিক জটিল ও পরিবর্তিত পরিস্থিতি এবং দেশে মহামারির প্রাদুর্ভাবের কারণে বৈদেশিক বাণিজ্য সরবরাহ মন্দাবস্থায় পড়েছে। তবে চীন সময় মতো বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা ও মান বজায় রাখার নীতি প্রয়োগ করে। তাতে যথাযোগ্য ফলাফল অর্জিত হয়েছে।

 

এসময়ে চীনা বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৯.৮ ট্রিলিয়ন ইউয়ান। তা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৪ শতাংশ। চীনে মোট ৫ লাখ ৬ হাজার কোম্পানি রপ্তানি ও আমদানি করেছে। তা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ বেশি। এর মধ্যে বেসরকারি কোম্পানি ছিল ৪ লাখ ২৫ হাজার, তা গত বছরের একই সময়ের তুলনায় ৬.৯ শতাংশ বেশি।

 

প্রথমার্ধে বেসরকারি কোম্পানির রপ্তানির পরিমাণ ছিল ১৮.৫ শতাংশ বেশি। উচ্চ প্রযুক্তি ও উচ্চ মূল্য সংযোজক দ্রব্যের রপ্তানি দ্রুত বেড়েছে। সোলার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, ইন্টিগ্রেটেড সার্কিটের রপ্তানি যথাক্রমে ৯৫.৪, ৭৫.৩ ও ১৬.৪ শতাংশ বৃদ্ধি পায়।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বিভাগের উপ-প্রধান চাং পিন বলেন,   প্রথমার্ধে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে চীন তিনটি অবদান রেখেছে। প্রথমত, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করতে সহায়ক। দ্বিতীয়ত, কর্মসংস্থান ও জীবিকার স্থিতিশীলতা রক্ষায় সহায়ক, এবং তৃতীয়ত, আন্তর্জাতিক আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য সহায়ক। (শিশির/এনাম/রুবি)