প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালাচ্ছে চীন
2022-07-29 18:56:20

জুলাই ২৯: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হচ্ছে চীন ও আঞ্চলিক দেশগুলোর অভিন্ন গৃহ। চীন বরাবরই উন্মুক্ত আঞ্চলিকতার চেতনায় এ অঞ্চলের দেশগুলোর সাথে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি প্রতিষ্ঠা করতে চায়।

 

আজ (শুক্রবার)  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

 

 জানা গেছে, সম্প্রতি  জাকার্তা-বান্দুং হাইস্পিড রেলওয়ে প্রকল্প সার্বিকভাবে রেল পরিচালনার পর্যায়ে প্রবেশ করেছে। পাকিস্তানের করোট জলবিদ্যুৎ কেন্দ্র সার্বিকভাবে চালু হয়েছে। একই সঙ্গে আফগানিস্তান ও শ্রীলংকাসহ নানা দেশে চীনের নতুন চালান ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

 

এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, জাকার্তা-বান্দুং হাইস্পিড রেলওয়ে এবং করোট জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের ‘এক অঞ্চল  এক পথ’ সংশ্লিষ্ট গুণগত মানসম্পন্ন সহযোগিতার প্রতীকী প্রকল্প। সে সব প্রকল্প সম্পন্ন হলে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বেগবান হবে।

 

চাও লি চিয়ান আরও বলেন, সংশ্লিষ্ট প্রকল্প নির্মাণে চীন বরাবরই উন্নয়ন ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে এবং সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থ এবং উন্নয়নের চাহিদাকে সম্মান করে। চীন কখনও অর্থনৈতিক সহযোগিতার অজুহাতে রাজনীতি করে না। নিজেকে অগ্রাধিকারও দেয় না এবং অন্য দেশকে পক্ষ-বিপক্ষে দাঁড়াতে বাধ্য করে না।

 

আফগানিস্তানের ভূমিকম্পের দুর্যোগ এবং শ্রীলংকার অর্থনৈতিক কঠিনতার মুখে চীন আন্তরিকতার সঙ্গে সুপ্রতিবেশীসূলভ অবস্থানে থেকে তাদের যথার্থ সাহায্য করেছে।

 (রুবি/এনাম/শিশির)