তাসখন্দে উজবেক প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2022-07-29 15:04:39

জুলাই ২৯: গতকাল (বৃহস্পতিবার), উজবেকিস্তানের তাসখন্দে, সেদেশের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে দেখা করেন চীনের জাতীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সাক্ষাতে উজবেক প্রেসিডেন্ট সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারণ, দারিদ্র্যবিমোচনে অর্জিত সাফল্য, ও মহামারী প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টার জন্য চীনের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি উজবেকিস্তানের সামাজিক স্থিতিশীলতার প্রতি দৃঢ় সমর্থনের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, উজবেকিস্তান ও চীন পারস্পরিক আস্থা, পারস্পরিক সহায়তা, পারস্পরিক কল্যাণের নীতি মেনে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে। উজবেকিস্তান দুই দেশের মধ্যে উচ্চ-স্তরের কৌশলগত যোগাযোগ ও সমন্বয়কে গুরুত্ব দেয় এবং সর্বদা চীনকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে বিবেচনা করে। উজবেকিস্তানও সবসময় চীনের নির্ভরযোগ্য বন্ধু।

এ সময় ওয়াং ই বলেন, চীন পারস্পরিক সমর্থন বাড়াতে, দ্বিপাক্ষিক সম্পর্কের গুণগত মান উন্নত করতে, এবং দু’দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টি করতে উজবেকিস্তানের সঙ্গে কাজ করে যেতে ইচ্ছুক।

ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন ও উজবেকিস্তান একে অপরের  প্রতিবেশী, বন্ধু ও কৌশলগত অংশীদার। চীন দৃঢ়ভাবে "নতুন উজবেকিস্তান" গড়ায় সমর্থন দিয়ে যাবে এবং দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করবে। উজবেকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতাও করে চীন।

তিনি আরও বলেন, চীন ও উজবেকিস্তান অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, মহামারী-প্রতিরোধক কার্যক্রম, দারিদ্র্যবিমোচন, এবং ডিজিটাল অর্থনীতির মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করতে পারে।

একই দিনে ওয়াং ই উজবেকিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নরভের সঙ্গেও আলোচনা করেন। (ইয়াং/আলিম/হাইমান)