পাকিস্তানে পোলিও আক্রান্ত আরও এক শিশু
2022-07-29 16:57:59


জুলাই ২৯: পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে একজন শিশুর দেহে পোলিও ভাইরাস পাওয়া গেছে। সে হচ্ছে পাকিস্তানে সনাক্ত এ বছর ১৪তম পোলিও রোগী।

               

মন্ত্রণালয় সিনহুয়া বার্তা সংস্থাকে জানায়, এ মেয়ে রোগীর বয়স হচ্ছে ৮ মাস। গত ৩০ জুন থেকে তার শরীরে উপসর্গ দেখা দেয়। 


এ বছর পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও রোগীর সন্ধান পাওয়া গেছে। দু’দেশের সংশ্লিষ্ট বিভাগ আন্তঃসীমান্ত সমন্বিত কার্যক্রম চালাচ্ছে। মে ও জুলাই মাসে দু’দেশ একযোগে দু’বার পোলিও টিকা প্রদান করেছে। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জুন মাসে জানায়, বিশ্বে শুধু আফগানিস্তান ও পাকিস্তানে পোলিও রোগী সনাক্ত হচ্ছে। 

(আকাশ/এনাম/রুবি)