একাডেমিক অজুহাতে চীন-বিরোধী শক্তির অগ্রগামী হিসেবে কাজ করা জঘন্য
2022-07-29 19:18:28

জুলাই ২৯: বৃটেনের একাডেমিক প্রতিষ্ঠান আবারও কথিত সিনচিয়াংয়ের মানবাধিকার ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, একাডেমিক অজুহাতে চীন-বিরোধী শক্তির অগ্রগামী হিসেবে কাজ করার আচরণ জঘন্য।

 

জানা গেছে, বৃটিশ শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের হারলানা কেনেডি কেন্দ্র সম্প্রতি সিনচিয়াং নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এবং আবারো কথিত সিনচিয়াংয়ের মানবাধিকার সমস্যা নিয়ে কথা বলে।

 

এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংস্থা অনেক বার সিনচিয়াং নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে। যারা এ প্রতিবেদন রচনায় অংশগ্রহণ করেছে তারা মার্কিন সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে বড় তহবিল গ্রহণ করে। এমনকি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে রয়েছে তাদের সম্পর্ক। প্রতিবেদনে সিনচিয়াংয়ে জোরপূর্বক শ্রমের যে কথা বলা হয়েছে- তা পুরোপুরি ভুল ও ভিত্তিহীন। (শিশির/এনাম/রুবি)