পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ
2022-07-29 19:55:42


জুলাই ২৯: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) বিকেলে পোল্যান্ডের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেছেন। 


সি চিন পিং বলেন, ‘এ বছরের শুরুতে আপনি চীনে এসে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান করেছেন। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছি। এরপর সে অনুসারে, দু’দেশের বিভিন্ন বিভাগ ইতিবাচকভাবে এসব মতৈক্য বাস্তবায়ন করে আসছে। পোল্যান্ডের কৃষি পণ্য চীনে আমদানি করাসহ নানা খাতে ইতিবাচক সুফল অর্জিত হয়েছে’। 


সি চিন পিং বলেন, দু’দেশের ঐতিহ্যিক বন্ধুত্বকে চীন গুরুত্ব দেয়। পোল্যান্ডকে ইউরোপের অগ্রাধিকার সহযোগিতামূলক অংশীদার মনে করে চীন। পোল্যান্ডের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে রাজনৈতিক আস্থা জোরদার করে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়ন চায় চীন। 


প্রেসিডেন্ট সি বলেন, দু’পক্ষের উচিত নীতির খাতে যোগাযোগ জোরদার করে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ-বিষয়ক উচ্চ গুণগত মানের অভিন্ন নির্মাণ উন্নত করা এবং বাণিজ্যসহ নানা খাতে বাস্তব সহযোগিতা গভীরতর করা। দু’পক্ষের উচিত একযোগে সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতি খাতের সহযোগিতা আরও সম্প্রসারণ করা। আরও বেশি পোল্যান্ডের উচ্চ গুণগত মানের পণ্য চীনের বাজারে প্রবেশে স্বাগত জানায় চীন। আরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠানের পোল্যান্ডে গিয়ে পুঁজি বিনিয়োগ করাকে উত্সাহিত করবে চীন। 


দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দ ইউক্রেন সংকট নিয়েও মত বিনিময় করেছেন। 


(আকাশ/এনাম/রুবি)