এনপিটি পর্যালোচনা সভায় যোগ দেবে চীন: চাও লি চিয়ান
2022-07-29 19:39:56


জুলাই ২৯: আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, পরমাণু অনুত্পাদন চুক্তি (এনপিটি) পর্যালোচনা সভায় চীনা প্রতিনিধি দল অংশ নেবে। 


তিনি জানান, এনপিটির দশম পর্যালোচনা সভা  আগামী ১ থেকে ২৬ আগস্ট নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত হবে। 


তিনি বলেন, এ চুক্তি হচ্ছে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ এবং অনুত্পাদন ব্যবস্থার ভিত্তি। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ব এখন নতুন পরিবর্তনশীল পর্যায়ে প্রবেশ করছে। বৈশ্বিক কৌশলগত নিরাপত্তা পরিবেশ অব্যাহতভাবে খারাপ হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ এবং অনুত্পাদন ব্যবস্থা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি কাজে লাগানোর খাতে অনেক বিতর্ক রয়েছে। বিভিন্ন পক্ষকে এবারের সভার মাধ্যমে এনপিটি রক্ষার আশা করে চীন। 


তিনি জোর দিয়ে বলেন, চীন ইতিবাচকভাবে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এনপিটি পর্যালোচনা সভা সাফল্যের সাথে আয়োজন ও সুফল অর্জন করার জন্য বিভিন্ন পক্ষের সাথে একযোগে কাজ করতে আগ্রহী চীন। 

(আকাশ/এনাম/রুবি)