বিশ্বে আধুনিকতার কোনো সর্বজনীন মডেল নেই: সি চিন পিং
2022-07-28 14:40:01

জুলাই ২৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বিশ্বে আধুনিকতার কোনো সর্বজনীন মডেল নেই। চীন যে-আধুনিকতার দিকে অগ্রসর হচ্ছে, সেটি চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকতা। তিনি গত ২৬ ও ২৭ জুলাই বেইজিংয়ে চীনের প্রাদেশিক ও মন্ত্রী পর্যায়ের নেতৃস্থানীয় ক্যাডারদের জন্য আয়োজিত এক বিশেষ সেমিনারে এ কথা বলেন।

তিনি বলেন, নিজস্ব ধাঁচের আধুনিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। চীনের উন্নয়ন ও অগ্রগতির নিয়ন্ত্রণ চীনাদের হাতেই থাকতে হবে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে, বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণের পর থেকে, দীর্ঘ অনুসন্ধান ও অনুশীলনের ভিত্তিতে এবং চীনা কমিউনিস্ট পার্টির অষ্টম জাতীয় কংগ্রেসের পর থেকে তত্ত্ব ও অনুশীলনে অর্জিত সাফল্যের মাধ্যমে, চীন সফলভাবে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকীকরণের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।  (ইয়াং/আলিম/হাইমান)