বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সি চিন পিং’র নির্দেশনা
2022-07-28 19:46:16

জুলাই ২৮: বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও চলতি বছরের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কার্যক্রম নির্দেশনার লক্ষ্যে চীনের নানা পার্টি ও নন পার্টির ব্যক্তিগণ নিয়েআজ (বৃহস্পতিবার) এক কর্মসভার আয়োজন করেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি। পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং তাতে সভাপতিত্ব করেন।

 

প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চলতি বছর থেকে কঠিন আন্তর্জাতিক পরিস্থিতি ও দেশের ভারী সংস্কার ও  উন্নয়ন কর্তব্যের মুখে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে চীন মহামারি প্রতিরোধ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সমন্বয় করেছে। মহামারি প্রতিরোধের সাফল্যের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি, বর্তমান অর্থনীতি কিছু দ্বন্দ্ব ও সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই সবার উচিত দৃঢ়প্রতিজ্ঞার সঙ্গে নিজের কাজ ভালোভাবে করে যাওয়া।

 

তিনি আরও বলেন, দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক কাজে গুণগত মানসম্পন্ন উন্নয়নকে প্রাধান্য দিতে হবে। মহামারি প্রতিরোধের সাফল্য রক্ষার পাশাপাশি অর্থনীতির প্রবৃদ্ধিও রক্ষা করতে হবে। কর্মসংস্থান ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির উপযোগী পর্যায় বজায় রাখতে হবে। (রুবি/এনাম/শিশির)