১০ বছর আগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করে: সি চিন পিং
2022-07-28 11:02:46

জুলাই ২৮: প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ১০ বছর আগে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অষ্টম জাতীয় কংগ্রেসের পর, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করে। তিনি গত ২৬ ও ২৭ জুলাই বেইজিংয়ে আয়োজিত এক বিশেষ সেমিনারে এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ১০ বছরে সিপিসি’র নেতৃত্বে দেশ রাজনীতি, অর্থনীতি, ভাবাদর্শ, ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে নানান সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছে; অর্জন করেছে  ঐতিহাসিক সাফল্য। এ সময় দেশে ঐতিহাসিক পরিবর্তনও ঘটেছে। 

তিনি আরও বলেন, বিগত এক দশক ছিল সিপিসি’র ইতিহাস, নয়াচীনের ইতিহাস, উন্মুক্তকরণের ইতিহাস, সমাজতান্ত্রিক উন্নয়নের ইতিহাস, ও চীনা জাতির উন্নয়নের ইতিহাসে বিশেষ তাত্পর্যপূর্ণ সময়পর্ব। চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আরও কঠোর প্রচেষ্টা চালাতে হবে বলেও তিনি উল্লেখ করেন। (প্রেমা/আলিম/স্বর্ণা)