মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফলাফল বাস্তবায়ন চান ডব্লিউটিও মহাপরিচালক
2022-07-28 16:59:31

জুলাই ২৮: বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা সম্প্রতি সংস্থাটির সদস্য দেশের প্রতি যত দ্রুত সম্ভব ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফলাফল বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তাতে বহু-পক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার সম্মুখীন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বিশ্ব বাণিজ্য সংস্থা।

 

তিনি বলেন, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার সাধারণ পরিষদের ১২তম মন্ত্রী পর্যায় সম্মেলনে অভূতপূর্ব ফলাফল অর্জিত হয়েছে। পরিবর্তিত বিশ্ব অর্থনীতির সাথে খাপ খাইয়ে নিতে বিশ্ব বাণিজ্য সংস্থার উচিৎ সব মূল ফাংশন পুনরুদ্ধার করা।

 

বিশ্ব বাণিজ্য সংস্থার ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন গত ১২-১৭ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে করোনা মহামারি মোকাবিলা, মহামারি প্রতিরোধ জ্ঞান, ও খাদ্য নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। (শিশির/এনাম/রুবি)