চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যৌক্তিক আলোচনা বাস্তবসম্মত ও তাত্পর্যপূর্ণ: চীনা মুখপাত্র
2022-07-28 15:49:09

জুলাই ২৮: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ন্যায্যতা, ন্যায়বিচার, যৌক্তিকতা ও সহনশীলতার দৃষ্টিকোণ থেকে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা বাস্তবসম্মত ও তাত্পর্যপূর্ণ।

তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির অষ্টম জাতীয় কংগ্রেসের পর থেকে চীন মানবাধিকার ক্ষেত্রে যে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে, তা জীবন ও উন্নয়নের অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে চিহ্নিত করার ফল।

মুখপাত্র বলেন, চীনা সরকার সর্বদা জনকেন্দ্রিক মানবাধিকার ধারণা অনুশীলন করে আসছে এবং উন্নয়নের মাধ্যমে মানবাধিকার রক্ষা ও প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দেশের ৭৭ কোটি গ্রামীণ দরিদ্র মানুষ হতদারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ চীনে বাস্তবায়িত হয়েছে নির্ধারিত সময়ের ১০ বছর আগেই।

তিনি আরও বলেন, চীন এরই মধ্যে সার্বিকভাবে মাঝারি মানের স্বচ্ছল সমাজ গড়ে তুলেছে, বিশ্বের বৃহত্তম শিক্ষা-ব্যবস্থা গড়ে তুলেছে, সামাজিক নিরাপত্তা ও চিকিত্সাব্যবস্থাকে উন্নত করেছে। এতে শুধু চীনের মানুষের মানবাধিকার নিশ্চিত হয়েছে তা নয়, বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নেও রেখেছে উল্লেখযোগ্য ভূমিকা।

উল্লেখ্য, গত ২৬শে জুলাই "বেইজিং মানবাধিকার ফোরাম, ২০২২" শুরু হয়েছে। ফোরামের মূল প্রতিপাদ্য হচ্ছে: "ন্যায্যতা, ন্যায়বিচার, যৌক্তিকতা ও সহনশীলতা: মানবাধিকার উন্নয়নে একসাথে কাজ করা"। (ইয়াং/আলিম/হাইমান)