তিব্বতের ওয়াংকুও উত্সবে ঘোড়দৌড় প্রতিযোগিতা
2022-07-28 15:50:12

জুলাই ২৮: জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরু তিব্বতের বিভিন্ন অঞ্চলে ফসল কাটার সময়। সাধারণত বার্লি ঘরে তোলার সময় হলে ওয়াংকুও উত্সব পালিত হয়। লাসা শহরের ছুইসুই জেলার  চাবালাং গ্রামে এ ওয়াংকুও উত্সবের ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো আজও আয়োজিত হয়।

২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত লাসা শহরের ছুইসুই জেলার চাবালাং গ্রামে পালিত হয় বার্ষিক ওয়াংকুও উত্সব। উত্সবের সময় গ্রামবাসীরা একত্রিত হয় এবং ভালো আবহাওয়া ও ভালো ফসলের জন্য প্রার্থনা করে।

চলতি বছরের ওয়াংকুও উত্সবের অংশ হিসেবে ছিল ঐতিহ্যবাহী অশ্বারোহী পারফরম্যান্স, ঘোড়ার পিঠ থেকে তীরন্দাজী, ঘোড়া পিকিং, ঘোড়দৌড় এবং তিব্বতি অপেরা। গ্রামবাসীরা উত্সবের পোশাক পরে বাড়িতে তৈরি হাইল্যান্ড বার্লি পানীয়, মাখন চা, মিষ্টি চা ও অন্যান্য পানীয় তৈরি করে এবং  গান গায়, নাচ করে। পরিবেশটা ছিল খুবই প্রাণবন্ত।

(ইয়াং/আলিম/হাইমান)