সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস চীনা জাতির মহান পুনরুত্থানের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং
2022-07-28 10:47:55

জুলাই ২৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র আসন্ন ২০তম জাতীয় কংগ্রেস চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়নের সাথে সম্পর্কিত। এ কংগ্রেস চীনকে সার্বিকভাবে আধুনিক সমাজতান্ত্রিক দেশে পরিণত করার যাত্রার গুরুত্বপূর্ণ সময়পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি গত মঙ্গলবার ও বুধবার বেইজিংয়ে পার্টির প্রাদেশিক পর্যায়ের নেতাদের এক বিশেষ সেমিনারে এ কথা বলেন।

তিনি বলেন, সিপিসি’র আসন্ন কংগ্রেস চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কিত। কংগ্রেসে শক্তিশালী আধুনিক সমাজতান্ত্রিক দেশ হিসেবে চীনকে গড়ে তোলার সর্বাত্মক কৌশল বিশ্লেষণ এবং পরবর্তী ৫ বছরের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। (প্রেমা/আলিম)