মার্কিন ফেডে কোনো তথ্যদাতা রাখার অভিযোগ ভিত্তিহীন: চীনা মুখপাত্র
2022-07-28 15:48:12

জুলাই ২৮: মার্কিন ফেডে চীনের তথ্যদাতা আছে মর্মে সম্প্রতি একশ্রেণির কংগ্রেসম্যান যে-অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক মিথ্যাচার। গতকাল (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের মুখপাত্র চাও লি চিয়ান।

মুখপাত্র চাও লি চিয়ান বলেন, কোনো কোনো মার্কিন রাজনীতিবিদ 'সিনোফোবিয়া' এবং নিপীড়নের ‘প্যারানয়ায়’ ভুগছেন। দেখেশুনে মনে হচ্ছে তাঁরা মানসিকভাবে খুবই অসুস্থ। লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, খোদ মার্কিন ফেডারেল রিজার্ভ সংশ্লিষ্ট কংগ্রেসম্যানদের কাছে পাঠানো চিঠিতে তাদের অভিযোগ সম্পর্কে সন্দেহ ও অসন্তোষ প্রকাশ করেছে।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির রিপাবলিকান সদস্যরা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে অভিযোগ করা হয় যে, চীন মার্কিন ফেডে তথ্যদাতাদের একটি নেটওয়ার্ক সৃষ্টির চেষ্টা করছে। এর উদ্দেশ্য, সেখান থেকে চীনের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট তথ্যাদি সংগ্রহ করা। (ইয়াং/আলিম/হাইমান)