বেইজিংকে আরো নান্দনিক করেছে ইউং তিং নদী
2022-07-28 17:20:45


 

জুলাই ২৮: ইউং তিং হচ্ছে উত্তর চীনের গুরুত্বপূর্ণ একটি নদী। তার দৈর্ঘ্য ৭৪৭ কিলোমিটার এবং প্রবাহিত এলাকা ৪৭ হাজার বর্গকিলোমিটার। এর মধ্যে ১৭০ কিলোমিটারের বেশি বেইজিং শহরে রয়েছে। তাই ইউং তিং নদীকে বেইজিংয়ের মাতৃ-নদী বলা ডাকা হয়।

 

বেইজিং শীতকালীন অলিম্পিক ভেন্যু, নতুন শৌকাং সেতু, এবং ইউং তিং টাওয়ারসহ নতুন ল্যান্ডমার্ক ইউং তিং নদীর উপর নির্মিত হয়েছে। ফলে বেইজিংয়ে নতুন কিছু নান্দনিক উপাদান যোগ হয়েছে।