চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর অধিবেশন অনুষ্ঠিত
2022-07-28 20:05:31


জুলাই ২৮: আজ (বৃহস্পতিবার) চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করা হয় এবং আগামী ছয় মাসের অর্থনৈতিক কাজের বিন্যাস করা হয়।

 

চীনা কমিউনিস্ট পার্টির ঊনবিংশতম কেন্দ্রীয় কমিটির নবম দফা পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সাধারণ সম্পাদক সি চিন পিং অধিবেশনে সভাপতিত্ব  করেছেন।

 

অধিবেশনে বলা হয়, চলতি বছর কঠোর ও জটিল আন্তর্জাতিক পরিবেশ ও দেশের অভ্যন্তরীণ সংস্কার ও স্থিতিশীলতা রক্ষার কর্তব্যের মুখে কমরেড সি চিন পিং-কে কেন্দ্র করে সিপিসির কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে  চীন কার্যকরভাবে মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনীতি ও সমাজের উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন বাস্তবায়ন করেছে। পাশাপাশি, বর্তমানে অর্থনীতি কিছু সমস্যার মুখে পড়েছে। তাই কৌশলগত ফোকাস বজায় রেখে ভালভাবে কাজ করা উচিৎ।

 

অধিবেশনে জোর দিয়ে বলা হয়, আগামী ছয় মাসে উচ্চ  গুণগত মানের উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে, মহামারি নিয়ন্ত্রণ করবে, অর্থনীতি স্থিতিশীল বজায় রাখবে এবং নিরাপদে উন্নয়ন বাস্তবায়ন করবে চীন। অর্থনীতি পুনরুদ্ধারের প্রবণতা বজায় রাখবে, দ্রব্যের দাম ও কর্মসংস্থান স্থিতিশীল করবে। অর্থনীতি যৌক্তিক পরিসীমার মধ্যে রেখে সবচেয়ে ভাল ফলাফল অর্জন করতে চেষ্টা করবে বেইজিং।

 

অধিবেশনে আরও বলা হয়, করোনা মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সিপিসির কেন্দ্রীয় কমিটির নীতি সার্বিকভাবে বাস্তবায়ন করবে। রূপান্তরিত ভাইরাসের ট্র্যাকিং ও নতুন টিকা এবং ওষুধের গবেষণা করবে। অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে কাজ করবে। খাদ্যশস্যের নিরাপত্তা নিশ্চিত করবে। জ্বালানি ও সম্পদের সরবরাহ জোরদার করবে। সংস্কার ও উন্মুক্ত-করণ অর্থনীতি বৃদ্ধির চালিকাশক্তি হবে। আর মানুষের জীবিকা নিশ্চিতের কাজ ভালভাবে করবে বলে উল্লেখ করা হয় অধিবেশনে। (শিশির/এনাম/রুবি)