‘যদি তুমি শুনেছো’
2022-07-27 13:49:41

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউয়ান ইয়া ওয়েই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ইউয়ান ইয়া ওয়েই, ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর চীনের হু নান প্রদেশের হুয়াই হুয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৭ সালে তিনি ‘Soul Side’ নামে সংগীতব্যান্ড গঠন করে আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে যোগ দেন।

 

২০১৪ সালের জুলাই মাসে ইউয়ান ইয়া ওয়েই-এর প্রথম অ্যালবাম ‘T.I.A.’ প্রকাশিত হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইউয়ান ইয়া ওয়েই প্রথমবারের মতো চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র বসন্ত উত্সবের গালায় গান পরিবেশন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর গান ‘রোমান্টিকতা’। গানের কথাগুলো এমন: অন্যের মতামতকে পাত্তা দেই না। অল্প সময় আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। নিইউয়র্ক, প্যারিসে ভ্রমণ করি, প্রত্যেক শহরের বৃষ্টিতে ভিজে হতে চাই। তুমি আমার সব কিছু বোঝো। আমাদের মনে রোমান্টিকতা থাকে। তা আমার দারুণ শক্তি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর গান ‘স্বপ্ন জ্বালিয়ে দেই’। গানের কথায় বলা হয়, মরুভূমির ফুল, ফুটছে। শরত্কালের পাতার রং, চলে চায় না। জেদি আমি, ওই তীরের নদী দেখতে পারি না। আরো বলো না, এত বেশি তারা, কেন শুধু সেটাকে পছন্দ করি। আরো আমাকে বলো না, আকাশ এত উঁচু, আমি তার নাগাল পাই না।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর কণ্ঠে ‘আমি ভালোবাসি’ গানটি। গানের কথায় বলা হয়, অচেতনভাবে হাসতে শুরু করি, কত আকর্ষণীয় স্বাধীন অনুভূতি। এত লাল লিপস্টিক, লাফিয়ে আসে। সাদা, চাঁদ, আমার কল্পনার মত। পাপড়ির স্বাদ পাই, অন্যকে জানিয়ে দেবো না। আমি ভালোবাসা চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর গান ‘যদি তুমি শুনেছো’। গানের কথাগুলো এমন: শহরের আলো দেখি, কাপুরুষের মতো হেসো না। কান্না ও হাসির মধ্যে, আমার ভয় কে বুঝবে। অপেক্ষা করি আর করি, তবে তুমি কোথায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউয়ান ইয়া ওয়েই’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)