চীনের মানবাধিকার ধারণা খুবই তাৎপর্যপূর্ণ: মুখপাত্র
2022-07-27 19:03:22

জুলাই ২৭: ন্যায্যতা, সমতা, উপযোগ এবং সহনশীলতার দিক থেকে চীনের মানবাধিকারের ধারণা খুবই তাৎপর্যপূর্ণ। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন। 

 

জনৈক সাংবাদিকের এক প্রশ্নের  জবাবে তিনি বলেন, সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে চীনের মানবাধিকারের ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে, যা মানুষের অস্তিত্ব থাকার অধিকার ও উন্নয়নের অধিকারকে মূল মানবাধিকার হিসেবে অগ্রাধিকার পাওয়ার গুরুত্বারোপের সঙ্গে সম্পর্কিত। তাই ন্যায্যতা, সমতা, উপযোগ এবং সহনশীলতার দিক থেকে চীনের মানবাধিকারের ধারণা তাৎপর্যপূর্ণ।

 

তিনি আরও বলেন,  চীন সরকার বরাবরই জনগণকে কেন্দ্র করে মানবাধিকারের ধারণা চর্চা করে আসছে এবং উন্নয়নের মাধ্যমে মানবাধিকার রক্ষা ও বেগবান করতে প্রয়াস চালাচ্ছে। সিপিসি’র নেতৃত্বে চীন ৭৭ কোটি গ্রামবাসীকে দারিদ্রমুক্ত করেছে এবং ১০ বছর পূর্বে ‘জাতিসংঘের এজেন্ডা ২০২০’র টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। পাশাপাশি, সার্বিক সচ্ছল সমাজ এবং বিশ্বের বৃহত্তম শিক্ষা, সামাজিক বিমা এবং চিকিৎসা ব্যবস্থা সুবিন্যস্ত করেছে। তাতে মানুষের উন্নয়নের অধিকার উন্নত করার পাশাপাশি বিশ্বের মানবাধিকারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

(রুবি/এনাম/শিশির)