ইরাকে গোলা হামলার তদন্তের আহ্বান চীনের
2022-07-27 16:32:44


জুলাই ২৭: জাতিসংঘে নিযুক্ত চীনা উপ-প্রতিনিধি কেং সুয়াং গতকাল (মঙ্গলবার) জানান, গত ২০ জুলাই ইরাকের দোহুক প্রদেশে হামলার তীব্র নিন্দা জানায় চীন। সংশ্লিষ্ট পক্ষসমূহকে ইরাকের তদন্তের সাথে সমন্বয় করার আহ্বান জানায় চীন।   


তিনি বলেন, এবারের হামালায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে এবং ইরাক সরকার, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় বেইজিং। আহতদের আশু সুস্থতা কামনা করে চীন।           


উল্লেখ্য, গত ২০ জুলাই বিকালে ইরাকের দোহুক প্রদেশে অবস্থিত একটি পর্যটন স্থলে গোলা হামলা হয়। তাতে ৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। 


ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন এ হামলাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করে। 

(আকাশ/এনাম/রুবি)