যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতার মূল কারণ সম্পর্কে যা জানা যায়
2022-07-27 15:40:07


 

জুলাই ২৭: যুক্তরাষ্ট্রে ধারাবাহিক বন্দুক সহিংসতা আন্তর্জাতিক সমাজের ক্রমাগত মনোযোগ আকর্ষণ করছে। জাগিয়ে গত ২৩ ও ২৪ জুলাই ছিল শিকাগোর জন্য আরও একটি রক্তাক্ত সপ্তাহান্ত। তখন ৪ জন গুলিবর্ষণে নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। জুলাই মাসের শুরুতে শিকাগোতে আরও একজন বন্দুকধারী স্বাধীনতা দিবসের প্যারেডের ভিড়কে লক্ষ্য করে গুলি ছুড়লে ৭ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হত্যার হার কানাডার তিন গুণ, ফ্রান্সের ৫ গুণ এবং জাপানের ২৬ গুণ।

 

বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্র নির্মূল করতে না পারার মূল কারণ হল স্বার্থের চেইন। যুক্তরাষ্ট্রের ওপেন সিক্রেট ওয়েবসাইটের উপাত্ত অনুযায়ী, ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ-বিরোধী গ্রুপ ক্ষমতায় থাকা রাজনীতিবিদদের তদবির করতে মোট ১৭ কোটি ডলার ব্যয় করে। ২০১৮ সালে সিএনএনের তৎকালীন কংগ্রেসের ৫৩৫ জন সদস্যদের নিয়ে প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, ৫৩৫ জনের মধ্যে ৩০৭জন সরাসরি বা পরোক্ষভাবে জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) থেকে অর্থ সমর্থন পেয়েছে। স্পষ্টতই কালো সোনার রাজনীতি ও স্বার্থের বিনিময় হল আমেরিকায় বন্দুক সহিংসতার পিছনের মূল কারণ। সাধারণ মানুষ বন্দুক সহিংসতার  শিকার হচ্ছে, তবে তা রাজনীতিবিদদের উদ্বিগ্ন করছে না। (শিশির/এনাম/রুবি)