বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বৈঠক
2022-07-27 11:25:22

জুলাই ২৭: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে ইন্দোনেশিয়ার সফররত প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

‌     বৈঠককালে লি খ্য ছিয়াং বলেন, চীন ও ইন্দোনেশিয়া পরস্পরের সুপ্রতিবেশী ও অংশীদার। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি অতি জটিল। এ পরিস্থিতিতে চীন ইন্দোনেশিয়ার সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করে, বিভিন্ন খাতে উচ্চমানের সহযোগিতা করতে ইচ্ছুক। আর এর লক্ষ্য, দু’দেশের জনগণের কল্যাণ করা এবং এতদঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণ করা।

লি আরও বলেন, চীন ও ইন্দোনেশিয়ার উচিত বাণিজ্য, খনিজ সম্পদ, ও কৃষি খাতে বিনিয়োগ বাড়ানো এবং জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথ নির্মাণকাজে গতি আনা। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ও শিল্প উদ্যান নির্মাণে চীন সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী লি আরও বলেন, আরসিইপি বাস্তবায়নে ইন্দোনেশিয়া ইতিবাচক ভুমিকা রাখবে বলে চীন আশা করে। আরসিইপি বাস্তবায়ন দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অনুকূল প্রমাণিত হবে।

এসময় প্রেসিডেন্ট জোকো বলেন, ইন্দোনেশিয়া ও চীন পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। চীনের সাথে যৌথভাবে বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতা থেকে সাফল্য অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাবে জাকার্তা। (সুবর্ণা/আলিম/স্বর্ণা)