মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানালো চীন
2022-07-27 11:25:59

জুলাই ২৭: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনবিষয়ক এক প্রকাশ্য বিতর্কসভায় বলেন, রাজনৈতিক পদ্ধতিতে ফিলিস্তিন সংকটের সমাধান এবং মধ্যপ্রাচ্যের শান্তি-প্রক্রিয়া সফল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শান্তি-সম্মেলন আয়োজন করা।

চীনা প্রতিনিধি কেং বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের শান্তি-প্রক্রিয়া স্থবির হয়ে আছে; জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবও বাস্তবায়ন করা হয়নি। ফলে, ফিলিস্তিনীদের বৈধ অধিকার অব্যাহতভাবে লঙ্ঘিত হচ্ছে এবং দিন দিন বিদ্যমান অচলাবস্থার অবনতি ঘটছে।

তিনি বলেন, ফিলিস্তিন সংকট শুধু মধ্যপ্রাচ্যের মূল ইস্যু নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সাথে জড়িত একটি বিষয়। আন্তর্জাতিক সমাজের উচিত এ সংকট সমাধানে বাস্তব কার্যক্রম গ্রহণ করা এবং যত দ্রুত সম্ভব এর সমাধান করা।

তিনি আরও বলেন, ইসরাইল অব্যাহতভাবে বসতি এলাকা সম্প্রসারণ করে ফিলিস্তিনিদের ভূমি দখল করে যাচ্ছে। এতে ফিলিস্তিনের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে, অবিলম্বে নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব বাস্তবায়নের তাগিদ দেয় চীন।

কেং শুয়াং জোর দিয়ে বলেন, ‘দুই রাষ্ট্র প্রস্তাব’ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ফিলিস্তিনি ইস্যু বিগত ৭০ বছর ধরে সমাধন হয়নি। তাই ফিলিস্তিন ও ইসরাইলকে প্রভাবিত করতে পারে—এমন দেশগুলোর উচিত সংকট সমাধানের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। এদিকে, চীনও মধ্যপ্রাচ্যের শান্তি ও উন্নয়নে নিজের অবদান রেখে যাবে। (সুবর্ণা/আলিম/স্বর্ণা)