বেইজিংয়ে চীন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
2022-07-27 16:31:56


জুলাই ২৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) বেইজিং সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি এবং সেদেশের অর্থনীতি-বিষয়ক সমন্বয় মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। 

  

বৈঠকে ওয়াং ই বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো হচ্ছেন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের পর চীন সফরকারী প্রথম বিদেশি শীর্ষনেতা। তাতে দু’দেশের প্রেসিডেন্টগণের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের প্রতিফলন দেখা যায়। এছাড়া, এটি দু’দেশের সম্পর্কের প্রতি চীনের গুরুত্ব দেয়ার মনোভাবেরও বহিঃপ্রকাশ। 


এবারের চীন সফরকে প্রেসিডেন্ট উইদোদো অনেক গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে ইন্দোনেশিয়ার দুই মন্ত্রী এবারের সুযোগের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও উন্নত হয়ে নানা খাতে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। 

(আকাশ/এনাম/রুবি)