২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র প্রকল্প ত্যাগ করবে রাশিয়া
2022-07-27 11:25:49

জুলাই ২৭: ২০২৪ সালের পর রাশিয়া নিজেকে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র প্রকল্প থেকে গুটিয়ে নেবে এবং মহাকাশে নিজের একটি স্টেশান তৈরি করবে, যার নাম দেওয়া হয়েছে ‘রাশান অর্বিটাল সার্ভিস স্টেশান’ (আরওএসএস)। দেশটির রাষ্ট্রীয় মহাকাশ এজেন্সি রসকসমস-এর নবনিযুক্ত প্রধান ইউরি বোরিসভ গতকাল (মঙ্গলবার) এ কথা জানান।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে তিনি আরও বলেন, রাশিয়া আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে আন্তর্জাতিক সহযোগিতার কাঠামোয় কাজ করছে এবং সহযোগিতামূলক অংশীদারের সকল দায়িত্ব পালন করে যাবে। কিন্তু, যৌক্তিক কারণে, ২০২৪ সালের পর প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (প্রেমা/আলিম/স্বর্ণা)