ধান ক্ষেতে অ্যাকোয়ারিয়াম
2022-07-27 14:27:03


একটি ক্ষেতে যেমন ধান চাষ করা হয়, তেমনি মৎস্য লালন করা হয়। প্রাণীরা ধান ক্ষেতের কীটপতঙ্গ এবং আগাছা খায় এবং তাদের মলমূত্র ধানের সার হিসেবে কাজ করে। ধান-মৎস্য পদ্ধতি যেমন পরিবেশবান্ধব, তেমনি কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক। আজকের অনুষ্ঠানে আমরা চীনের একটি গ্রাম দেখতে যাব। সেখানে দেখব ধান-মৎস্য  পদ্ধতিটি কেমন এবং স্থানীয় কৃষকদের আয় কেমন।