তুষার-ক্রীড়ার কথা বললে আপনার মাথায় কী ভেসে উঠবে? শীতকাল? তুষার-পর্বত? বরফ আর তুষারের জগত? হ্যাঁ, সাধারণত আমরা তুষার-ক্রীড়া বলতে শীতকালীন ক্রীড়াকেই বুঝি।
এখন চীনে গ্রীষ্মকাল চলছে। তবে, বরফ ও তুষার ক্রীড়া দেশের কোথাও কোথাও ঠিকই হচ্ছে! অনেক অঞ্চলে বড় আকারের ইনডোর স্কেটিং রিঙ্ক ও স্কি রিসর্ট প্রতিষ্ঠিত হয়েছে। বলা যায়, বেইজি শীতকালীন অলিম্পিক গেমস বরফ ও তুষার ক্রীড়াকে অনেক জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলাকালে অনেকেই, এই গ্রীষ্মেও, বরফ ও তুষার ক্রীড়ার প্রতি আগ্রহী হচ্ছে।