‘২৮১ কিলোমিটার’
2022-07-26 13:49:48

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ে থিং ফেং’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সিয়ে থিং ফেং, ১৯৮০ সালের ২৯ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সংগীত মহলের বিখ্যাত কণ্ঠশিল্পী। তিনি একইসঙ্গে একজন অভিনেতা, সুরকার ও উপস্থাপকও বটে।

 

১৯৮৭ সালে তিনি বাবা-মা’র সঙ্গে কানাডায় যান। ১৯৯৫ সালে তিনি জাপানের টোকিওতে সংগীত শেখেন। ১৫ বছর বয়সে তিনি নিজের প্রথম গান ‘ভুল অনুমান’ রচনা করেন। ১৯৯৬ সালে সিয়ে থিং ফেং আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে পা রাখেন।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়ে থিং ফেং-এর কণ্ঠে ‘২৮১ কিলোমিটার’ নামে গানটি। গানের কথায় বলা হয়, মানুষের ভিড় থেকে পালিয়ে যাই, তোমার কাছ থেকে নয়। আমি একাকী পথে, শুধু চাঁদের আলো সাথে আছে। কোনো নির্দিষ্ট জায়গা নেই। হয়তো আমরা আবার বড় হতে চাই। গাড়ির গতি থেকে অশ্রুর তাপমাত্রা ভুলে যায়। তবে কে ভালোবাসার স্বাদ ভুলতে পারে। ২৮১ কিলোমিটারের পথে, আমি ফিরে তাকাবো না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সিয়ে থিং ফেং-এর গান ‘পার্ফিউম’। গানের কথাগুলো এমন: বাতাস মুখে আসে, আমি তা প্রত্যাখ্যান করতে পারি না। এই বিশ্ব বড় হলেও শুধু একটি বিষয় চাই। আমি অভ্যস্ত হয়েছি, তোমার পার্ফিউমের গন্ধ। তোমার প্রতিশ্রুতি, সাশ্রয়ী মূল্যের। আমি অভ্যস্ত হয়েছি, তোমার আকর্ষণীয় পার্ফিউমের গন্ধ। তবে ভালোবাসা, ধীরে ধীরে হালকা হয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সিয়ে থিং ফেং-এর গান ‘তোমার জন্য যতদিন বেঁচে থাকি’। গানের কথায় বলা হয়, তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসেছি, তুমি আমার ভাগ্য, আমি পুরোপুরি পরাজিত হয়েছি। তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসেছি, ফলাফল নির্ধারিত হয়েছে, দুঃখের বিষয়। তোমার জন্য যতদিন বেঁচে থাকতে পারি, আমি চাই। আমার হৃদয় তোমার জন্যই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়ে থিং ফেং-এর গান ‘কীভাবে তাকে ভুলে যাবো’। গানের কথাগুলো এমন: আমি কীভাবে তাকে ভুলে যাবো। অবশেষে চলে যেতে হই। কফি অর্ডার করেছি, সময় নির্ধারণ করেছি, বিদায় বলবো না। তারপর চলে যাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ে থিং ফেং’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)