জুলাই ২৬: দ্বিতীয় চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা গতকাল (সোমবার) চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখৌ শহরে শুরু হয়েছে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘উন্মুক্তকরণের সুযোগ ভাগাভাগি করে যৌথভাবে সুন্দর জীবন গড়ে করা’।
ভোগ্যপণ্য মেলা হচ্ছে প্রথম জাতীয় পর্যায়ের প্রদর্শনী, যার থিম হচ্ছে ভোগ্যপণ্য। প্রদর্শনীতে অংশগ্রহণকারী অনেক দেশি ও বিদেশি কোম্পানি বলছে, তারা এবারের মেলার মাধ্যমে নিজেদের বাজার আরও বিকশিত করবে। পাশাপাশি, চীনা পণ্যের আন্তর্জাতিক বাজারে যাওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও তাঁরা বিশ্বাস করেন।
এবারের মেলা চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং হাইনান প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে। ২৫শে জুলাই থেকে ৩০শে জুলাই পর্যন্ত মেলা চলবে। এবার মেলার মোট প্রদর্শনী-এলাকা এক লাখ বার্গমিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশের ২৮০০টিরও বেশি ব্র্যান্ডের পণ্য মেলায় প্রদর্শিত হচ্ছে।
ফ্রান্স এই বছরের মেলার প্রধান অতিথিদেশ। ফ্রান্সের রাষ্ট্রীয় প্যাভিলিয়নের ১৪টি অংশগ্রহণকারী ব্যান্ডের অন্যতম হিসেবে, ফরাসি চকোলেট উত্পাদনকারী ফাফনা এবারের মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে। ফাফনার চীনা শাখার ম্যানেজার লি মিংলেই বলেন, ফাফনা ভোগ্যপণ্য মেলার এই প্ল্যাটফর্মের কার্যকারিতা নিয়ে এবং চীনের বিশাল সম্ভাবনাময় বাজার নিয়ে আশাবাদী। তিনি বলেন,
“ভোগ্যপণ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে, একদিকে আমরা বিভিন্ন দেশের উচ্চ-মানের ভোগ্যপণ্যের সাথে পরিচিত হতে পারি, এবং অন্যদিকে, আমরা ভোক্তাদের কাছে পৌঁছানোর ও নিজেদের ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি। আমরা চীনা ভোক্তাবাজার নিয়ে খুব আশাবাদী। এই বাজারের অনেক বড় সম্ভাবনা রয়েছে।”
সুইজারল্যান্ড ছিল প্রথম চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলার প্রধান অতিথিদেশ। এ বছর সুইস রিচেমন্ট গ্রুপ দ্বিতীয়বারের মতো ভোগ্যপণ্য মেলায় অংশ নিচ্ছে। রিচমন্ট গ্রুপের সিইও ল্যামবার্ট বলেন, এবারের মেলায় রিচেমন্ট গ্রুপের বুথ ৬০০ বর্গমিটার আয়তনের। এই বুথে ৬টি ব্র্যান্ড স্থান পেয়েছে। তিনি আরও বলেন.
“এবারের ভোগ্যপণ্য মেলায় অংশগ্রহণ করতে পেরে আমি খুই আনন্দিত। একটি ভাল প্ল্যাটফর্ম হিসেবে ভোগ্যপণ্য মেলা হাইনান, তথা গোটা চীনে আমাদের প্রভাবশক্তি বাড়াবে। হাইনান প্রদেশে ইতোমধ্যেই আন্তর্জাতিক ব্যবসা উন্নয়নের বিশাল সুপ্তশক্তি প্রদর্শিত হয়েছে। রিচমন্ট গ্রুপের অনেক ব্র্যান্ড ইতোমধ্যেই হাইনানে জনপ্রিয়তা পেয়েছে। গেল বছর হাইখৌ শহরে রিচমন্ট গ্রুপের হাইনান লিমিটেড কোম্পানিও প্রতিষ্ঠিত হয়। হাইনান তথা চীনা বাজারে রিচমন্ট গ্রুপের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই মেলা ভূমিকা রাখবে।”
পেশাদার সেবা সংস্থা ডেলয়েট এবারের ভোগ্যপণ্য মেলায় অংশ নিচ্ছে। ডেলয়েটের চীনা বাজারের সহযোগী লিন ইয়ু সাংবাদিকদের বলেন, প্রথম চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলায় অংশ নিয়েছে ডেলয়েট। মেলার কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নাই। এবারের মেলায় নিজেদের বিভিন্ন রকমের সেবা তুলে ধরবে ডেলয়েট। এই সম্পর্কে তিনি বলেন,
“আমরা জানতে পেয়েছি যে, ভবিষ্যতে সবুজ ও নিম্ন কার্বন হাইনান সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। এবারের মেলার এক গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যও হচ্ছে ‘সবুজ ব্যয়’। সুতরাং, আমরা চাই সবুজ ও নিম্ন কার্বন খাতে উদ্ভাবনক্ষমতার পরিচয় দিতে। এ ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কাজে লাগবে। আশা করি, মেলা বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক বিনিময় জোরদার করবে, হাইনানের অবাধ বাণিজ্য বন্দরের প্রতিষ্ঠাকাজ এগিয়ে নিয়ে যাবে, এবং উচ্চ গুণগত মানের উন্নয়নে সহায়তা প্রদান করবে।”
ভোগ্যপণ্য মেলা শুধুমাত্র আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে চীনা বাজারে প্রবেশের সুযোগ দেবে, তা নয়; এটি চীনা পণ্যের আন্তর্জাতিক বাজারের প্রবেশের সুযোগও সৃষ্টি করবে। পরিসংখ্যান অনুসারে, এবারের ভোগ্যপণ্য মেলার এলাকার আয়তন গতবারের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার দেশি-বিদেশি অংশগ্রহণকারী ব্র্যান্ডের সংখ্যা ২৮০০টিরও বেশি, যা গতবারের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ২০০টিরও বেশি ব্র্যান্ডের ৬০০টিরও বেশি নতুন পণ্য প্রকাশিত হবে এবারের ভোগ্যপণ্য মেলায়। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)