৪.৫ বিলিয়ন ইউয়ান ‘জীবিকা ভাতা’ পেয়েছেন ৪.৮ মিলিয়ন চীনা
2022-07-26 19:15:52


জুলাই ২৬: চীনে আজ (মঙ্গলবার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরে চীনা সরকার দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য অস্থায়ী জীবিকা ভাতা বরাদ্দ করাসহ নানা ব্যবস্থা নিয়েছে। 


জানা গেছে, জুন মাসের শেষ দিক পর্যন্ত, দেশব্যাপী মোট ৪.৮ মিলিয়ন লোককে অস্থায়ীভাবে সহায়তা দেয়া হয়েছে। এর পরিমাণ ছিল ৪.৫ বিলিয়ন ইউয়ান। এছাড়া, বেকারদের  মধ্যে যাদের বিমা করা নেই, এমন ১৯ হাজার লোককে ১.৯৩ মিলিয়ন ইউয়ান সহায়তা দিয়েছে। 

(আকাশ/এনাম/রুবি)