চীন-মার্কিন সম্পর্ক ভাল হতে হবে: বেইজিং
2022-07-26 19:26:50

জুলাই ২৬: আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র চাও লি চিয়ান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বক্তব্যের প্রশংসা করেছেন।

চীনা মুখপাত্র বলেন, বিশ্বের বৃহত্তম দুটি অর্থনৈতিক সত্তা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভাল হতে হবে; দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করা উচিৎ নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, ‘যখন চীন-মার্কিন সম্পর্কের কথা আসে, তখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উচিত শক্তি বজায় রাখা। তবে আন্তর্জাতিক শৃঙ্খলায় অংশগ্রহণকারী হিসেবে চীনকে সম্মান করতে হবে। তাইওয়ান ইস্যু নিয়ে দু’দেশের শান্ত বক্তব্য সংকটের সম্ভাবনা কমিয়ে আনতে পারে’।

চাও লি চিয়ান বলেন, চীন ও চীন-মার্কিন সম্পর্ক বিষয়গত দৃষ্টিতে দেখার জন্য যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় বেইজিং। প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে। এক-চীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহার মেনে চলে তাইওয়ান ইস্যুর যথোচিত সমাধান এবং নতুন পরিস্থিতিতে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, এবং পারস্পরিক সুবিধা খুঁজে বের করতে হবে। (শিশির/এনাম/রুবি)