জাতিসংঘের উপ-মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন চীনা কূটনীতিক লি চুন হুয়া
2022-07-26 10:48:14

জুলাই ২৬: মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (সোমবার) জ্যেষ্ঠ চীনা কূটনীতিক লি চুন হুয়া-কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক উপ-মহাসচিব হিসেবে নিয়োগের ঘোষণা দেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, লি চুন হুয়া চীনা প্রতিনিধি লিউ চেনমিনের স্থলাভিষিক্ত হবেন। গুতেরহিস বিদায়ী উপ-মহাসচিব লিউ চেন মিন-কে ধন্যবাদও জানান।

বিবৃতিতে বলা হয়, লি চুন হুয়া জাতিসংঘের টেকসই উন্নয়নসংশ্লিষ্ট ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নে এবং সদস্যরাষ্ট্রগুলোকে স্বার্থে সকল পক্ষের সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

লি চুন হুয়া ১৯৮৫ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন এবং বর্তমানে তিনি ইতালি ও সান মারিনোতে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক, মিয়ানমারে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

(ইয়াং/আলিম/হাইমান)