দ্বিতীয় চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত
2022-07-26 10:23:36

জুলাই ২৬: গতকাল (সোমবার) দ্বিতীয় চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনলাইনে অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহো এতে অংশ নেন।

সম্মেলনে ওয়েই ফেংহো বলেন, চীন ও আফ্রিকার উচিত বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মনোভাব নিয়ে বৈশ্বিক নিরাপত্তার জন্য কাজ করা। এ ছাড়া, দু’পক্ষের উচিত কৌশলগত যোগাযোগ ঘনিষ্ঠতর করা, প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করা, যৌথ সামুদ্রিক অনুশীলন ও প্রশিক্ষণ গভীরতর করা, পেশাগত ক্ষেত্রে বিনিময় সম্প্রসারণ করা, এবং চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা সহযোগিতা গভীরতর করতে চেষ্টা চালিয়ে যাওয়া।

অংশগ্রহণকারী আফ্রিকান প্রতিনিধিরা বলেন, চীন আফ্রিকার নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার। আফ্রিকার শান্তি ও নিরাপত্তা রক্ষায় চীন বরাবরই সমর্থন ও সাহায্য দিয়ে আসছে। চীনের সঙ্গে ঐক্য ও সমন্বয় জোরদার করে, আফ্রিকা-চীন অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার জন্য ইতিবাচক অবদান রাখার প্রত্যাশার কথাও বলেন তাঁরা।

(প্রেমা/আলিম/স্বর্ণা)