হিমালয়জুড়ে ডিজিটাল ব্রিজ: লাসার ডিজিটাল ইকোনমি ভিউ
2022-07-26 11:30:28

জুলাই ২৬: তিব্বতে ডিজিটাল অর্থনীতির বিকাশের জন্য, একটি নেতৃস্থানীয় ও উদ্ভাবনকেন্দ্র হিসাবে, লাসা শহর পুরো অঞ্চলে ডিজিটাল অর্থনীতির বিকাশে রাজধানীর বিভিন্ন সুবিধা সম্পূর্ণভাবে কাজে লাগাবে। ‘গ্লোবাল ডিজিটাল ইকোনমি সম্মেলন, ২০২২’ আগামী ২৮শে জুলাই বেইজিং ও লাসায় একযোগে শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে সম্প্রতি লাসায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে লাসার তথ্য-কার্যালয়ের উপ-প্রধান চেন লং লাসার ডিজিটাল অর্থনীতি বিকাশসম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন।

‘ব্রডব্যান্ড চায়না’-র একটি প্রদর্শনী-শহর হিসাবে, লাসার সকল প্রশাসনিক গ্রামের ১০০ শতাংশ বাসিন্দার ব্রডব্যান্ডে অ্যাক্সেস রয়েছে; স্থির ব্রডব্যান্ড সেবা পাচ্ছে ৮৩.৪ শতাংশ পরিবার; ৮৪ শতাংশ বাসিন্দা মোবাইল ব্যবহার করে। ৪জি নেটওয়ার্কের আওতায় আছে লাসার শহরাঞ্চল ও জেলাসমূহ। দেশের ৫জি পাইলট শহরগুলোর প্রথম ব্যাচের অংশ হিসাবে, লাসায় ১৬৭১টি ৫জি বেসস্টেশন তৈরি বা সংস্কার করা হয়েছে এবং এখন পর্যন্ত লাসার ১৬৭,৪২৬ বাসিন্দা ৫জি ব্যবহার করছেন। (ইয়াং/আলিম/হাইমান)