চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামকে সি চিন পিং’র অভিনন্দন
2022-07-26 19:21:48

জুলাই ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) দ্বিতীয় চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে এক অভিনন্দন-বার্তা পাঠিয়েছেন।

 

বার্তায় সি চিন পিং বলেন, চীন-আফ্রিকা বাতাস ও ঝড়বৃষ্টি অতিক্রম করা ভালো বন্ধু, সু-অংশীদার এবং ভালো ভাই। বর্তমানে বিশ্বের শত বছরের অদেখা পরিবর্তন অব্যাহত রয়েছে এবং মহামারি এখনো ছড়িয়ে পড়ছে। নিরাপত্তার ব্যাপক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। টেকসই শান্তি ও সাধারণ নিরাপত্তা চীন ও আফ্রিকার মানুষের অভিন্ন ইচ্ছা।

 

তিনি বলেন, চীন বরাবরই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ উন্নয়নের চেতনায় আফ্রিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাই এবং আফ্রিকান বন্ধুদের সঙ্গে অভিন্ন, সামগ্রিক, সহযোগিতামূলক এবং টেকসই নিরাপত্তামূলক মনোভাব নিয়ে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করার পাশাপাশি আন্তর্জাতিক সমতা ও বৈধতা রক্ষা এবং নতুন যুগের চীন-আফ্রিকা অভিন্ন স্বার্থের সংশ্লিষ্ট কমিউনিটি গঠন করতে চায়।

 (রুবি/এনাম/শিশির)